আরও সাহসী হয়েছেন তিনি : মুরসি পত্নী

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির স্ত্রী কারাগারে তার সঙ্গে দেখা করার পর বলেছেন, তিনি কারাগারে ‘অবিচল’ রয়েছেন। বৃহস্পতিবার মুরসির স্ত্রী নাগলা আলীসহ কয়েক জন আত্মীয় আলেকজান্দ্রিয়ার কাছে বুর্জ আল আরব কারাগারে মুরসির সঙ্গে সাক্ষাৎ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, মুরসির সঙ্গে তার স্ত্রী, কন্যা ও দুই পুত্র সাক্ষাৎ করেছেন। এ সময় মুরসির জন্য দুই ব্যাগ খাবার ও কিছু পোশাক নিতে দেখা গেছে পরিবারের সদস্যদের। মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত বছর কায়রোতে সংঘর্ষকালে বিক্ষোভকারীদের হত্যায় উসকানি দেয়ার অভিযোগে বিচারাধীন রয়েছেন।
সামরিক বাহিনী গত জুলাইয়ে তাকে ক্ষমতাচ্যুত করে। মুরসির বিচার জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। মুরসির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের ১৪ জন শীর্ষ কর্মকর্তারও বিচার হচ্ছে। নাজলা আলী বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, আমি যেমন আশা করেছিলাম তেমনি দেখেছি তাকে। আল্লাহর শুকরিয়া তিনি ঠিক তেমনই আছেন। তাকে দেখে মনে হল, বুধবারও যেন তাকে দেখেছিলাম। অথচ জুলাইয়ে তিন তারিখের পর আজই (বৃহস্পতিবার) তার সঙ্গে আমার প্রথম দেখা। তিনি আরও সাহসী হয়েছেন দমে যাননি। মোটেও ভেঙে পড়েননি তিনি, অটল রয়েছেন নিজ সিদ্ধান্তে।

No comments

Powered by Blogger.