২৭ বছর বয়সে পররাষ্ট্রমন্ত্রী!

বিশ্বের সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন অস্ট্রিয়ার সেবাস্তিয়ান কার্জ। দেশটির নবগঠিত জোট সরকারের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই রাজনীতিক! সোমবার দেশটির রাজধানী ভিয়েনায় শপথ অনুষ্ঠানে কার্জের সঙ্গে শপথ নেন আরও ১২ জন মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে অস্ট্রিয়ার সমন্বয় সচিবের পদে ছিলেন কার্জ। এই পদে দায়িত্ব পালনকালে স্কুল ও মুসলিম অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য ব্যাপক প্রশংসিত হন তিনি। গত সেপ্টেম্বরের নির্বাচনে দেশটির ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্র্যাটস ও রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) জয়ী হয়। পিপলস পার্টির জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ কার্জ। ডেমোক্রেটরা পায় ২৭ দশমিক ১ শতাংশ ভোট, অন্যদিকে পিপি পায় ২৩ দশমিক ৮ শতাংশ ভোট। বিশ্বের সবচেয়ে কমবয়সী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কার্জ শপথ নিলেও কোনো দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার সময় বয়সে আরও ছোট ছিলেন এমন নজিরও আছে সমসাময়িক বিশ্বে।
বিশ্বের সবচেয়ে কমবয়সী নেতা হিসেবে ১৯৮৬ সালে মাত্র ১৮ বছর বয়সে সোয়াজিল্যান্ডের রাজার আসনে আসীন হন তৃতীয় এমস্বতি। এছাড়াও যুব বয়সেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন এমন উদাহরণ রয়েছে আরও অনেক। ২০১১ সালে ২৮ অথবা ২৯ বছর বয়সে (সঠিকটি প্রকাশ করা হয় না) দায়িত্ব নেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। ২০০৪ সালে ৩২ বছর বয়সে ডোমিনিকা’র প্রধানমন্ত্রী পদে শপথ নেন রুজভেল্ট স্কেরিট। ভুটানের রাজার সিংহাসনে আসীন হওয়ার সময় জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বয়স ছিল মাত্র ২৮ বছর। মাত্র ৩৪ বছর বয়সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনা রাব্বানি খারের দায়িত্ব নেয়াটিও ছিল বিশ্বের কূটনীতিক মহলে একটি অন্যতম আলোচনার বিষয়।

No comments

Powered by Blogger.