ওবামা অসৎ অবিশ্বস্ত

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ মুহূর্তে বারাক ওবামার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। সংখ্যাগরিষ্ঠ মার্কিনি এই প্রথম তাকে অসৎ আর অবিশ্বাসী বলে মনে করছেন। নতুন এক জনমত জরিপে এমনটিই দেখা যাচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, শতকরা ৫৮ ভাগ মার্কিনি ওবামার কাজে সন্তুষ্ট নয়। তার প্রতি আস্থা রয়েছে মাত্র ৩৯ শতাংশ মানুষের। এর আগে ১ অক্টোবরের পরিচালিত অন্য এক জরিপে ওবামার গ্রহণযোগ্যতার হার ছিল ৪৫ ভাগ। তার প্রতি নাখোশ ছিল ৪৯ শতাংশ। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ওবামার জনপ্রিয়তা সর্বনিু পর্যায়ে পৌঁছেছে। ওবামার সার্বজনীন স্বাস্থ্যবীমা আইন (অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট) নিয়ে মার্কিন জনগণের মধ্যে এখন চরম হতাশা বিরাজ করছে। আইন প্রণয়নের আগে তিনি বলেছিলেন,
স্বাস্থ্যবীমা আছে এমন লোকজন ইচ্ছা করলে তাদের আগের বীমা ধরে রাখতে পারবেন। আইন কার্যকর হওয়ার সময় দেখা যাচ্ছে, লোকজনের আগে থেকে চালু থাকা পছন্দের বীমা বাতিল হয়ে যাচ্ছে। এ নিয়ে গত সপ্তাহে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ওবামা। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে প্রথমবারের মতো ওবামার বিশ্বস্ততা নিয়ে জনগণের সংশয় প্রকাশ পেয়েছে। জরিপে অংশ নেয়া ৫২ শতাংশ মানুষের মতে, ওবামাকে বিশ্বাস করা যায় না। তবে ৪৬ শতাংশ এই অভিমতের বিরোধিতা করেছে। ৫৩ শতাংশের মতে, ওবামা যোগ্যতার সঙ্গে দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। আগামী বছর দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে মনে করছে মাত্র ১৯ ভাগ ভোটার। ৪৩ ভাগের ধারণা পরিস্থিতি আরও খারাপ হবে। আর পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে মনে করছে ৩৩ ভাগ মার্কিনি। জরিপে বলা হয়, ওবামার কোনো সিদ্ধান্তে সমর্থন দিচ্ছেন মাত্র ৩৯ শতাংশ মার্কিন নাগরিক, অন্যদিকে তার সিদ্ধান্তের ওপর নাখোশ ৫৪ শতাংশেরও বেশি মানুষ।

No comments

Powered by Blogger.