হজের চমকপ্রদ নিদর্শন

হজ যুগে যুগে ইসলামের কেন্দ্রবিন্দু কাবা শরিফের দিকে মানুষকে আকর্ষণ করেছে। হজ ও কাবা শরিফকে ঘিরে উদ্দীপিত হয়েছে মানুষের সৃজনশীল কল্পনা।
হজের নানা ঐতিহাসিক স্মারক ও নিদর্শন নিয়ে এবারের আয়োজন

হজসনদ, ১৭ থেকে ১৮ শতকের মাঝামাঝি 
ইসলামের কেন্দ্রে যাত্রা
২০১২ সালের জানুয়ারি মাসে হজ নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছিল ব্রিটিশ মিউজিয়াম। তুর্কি শিল্পীর চোখে, পৃথিবীর কেন্দ্রে কাবা শরিফ, ১৬ শতকের একটি চিত্রকর্ম 
আয়োজকদের দাবি, হজ নিয়ে এটাই বিশ্বের প্রথম প্রদর্শনী। এ ধরনের প্রদর্শনী আয়োজনের পেছনের ভাবনাটা কী ছিল? উত্তর পাওয়া গেল এ আয়োজনের সহকারী তত্ত্বাবধায়ক কাইসরা খানের কাছে। ‘অনেক মুসলিমও হজ সম্পর্কে খুব বেশি জানেন না। আমি নিজেও খুব বেশি কিছু জানতাম না। দুই বছরের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছি, জেনেছি। আমরা পুরোনো এমন অনেক ছবি বা নিদর্শন তুলে ধরতে চেষ্টা করেছি, যা অনেকের দেখা হয়নি।’


পবিত্র জমজমের পানি সংগ্রহের চীনামাটির পাত্র, ১৯ শতক 
প্রদর্শিত বিভিন্ন মহামূল্যবান বস্তু ও ছবির বেশির ভাগই সংগ্রহ করা হয়েছিল ব্রিটিশ লাইব্রেরি এবং রিয়াদে অবস্থিত কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি থেকে। প্রাচীনকালের হজযাত্রার একটি চিত্রও তুলে ধরার চেষ্টা ছিল প্রদর্শনীতে। অনেক পুরোনো ও দুর্লভ সব ছবি আগত দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেছেন মন্ত্রমুগ্ধের মতো। ‘হজ: জার্নি টু দ্য হার্ট অব ইসলাম’ শিরোনামে প্রদর্শনীটি থেকে অনুপ্রাণিত হয়ে দোহার মিউজিয়াম অব ইসলামিক আর্ট, প্যারিসের আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট ও নেদারল্যান্ডসের ন্যাশনাল মিউজিয়াম অব ইথনোলজিও আয়োজন করছে একই রকমের প্রদর্শনীর।
শিল্পীর চোখে ওমান সাগর পাড়ি দিচ্ছেন হজযাত্রীরা। ভারত (সম্ভবত গুজরাট) থেকে সংগৃহীত একটি চিত্রকর্ম তুরস্কে তৈরি সূর্যঘড়ি ও কেবলা-নির্দেশক কম্পাস, ১৫ শতক লাল আর সবুজের কারুকাজ করা উটের পিঠে বসানোর মাহমাল

No comments

Powered by Blogger.