পুলিশের গুলিতে মেহেরপুরে জামায়াত কর্মী নিহত, ২১ জেলায় সহিংসতা

জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে।
মেহেরপুরে পুলিশের গুলিতে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। মহাসড়কে কোন যানবাহন চলছে না। হরতালের সমর্থনে বিভাগীয় এবং জেলা শহরগুলোতে পিকেটিং করছেন জামায়াত-শিবির কর্মীরা। তারা সড়কও অবরোধ করে রেখেছেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ চলছে। গুলি ছুড়ে জামায়াত-শিবির কর্মীদের ককটেল বিস্পোরনের জবাব দিচ্ছেন পুলিশ সদস্যরা। বিভিন্ন স্থানে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মেহেরপুর
হরতালে এখন পর্যন্ত সবচেয়ে বড় সংঘর্ষের খবর পাওয়া গেছে মেহেরপুর থেকে। মেহেরপুরের মদনপুরে পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন (৩৪) নামে এক জামায়াত কর্মী নিহত হন। এসময় পুলিশের গুলিতে আট জন শিবির কর্মী গুরুত্বর আহত হয়েছেন। আহত এক শিবির কর্মীর মৃত্যুর গুজব শোনা গেলেও কোন সূত্রে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের সময় সদর থানা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। এদিকে, সদর উপজেলার কায়েম কাটার মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে ও আগুন ধরিয়ে অবরোধ করে রেখেছে। ভোর রাত থেকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধ করছে। এছাড়া মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানেও জামায়াত শিবির-কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। রাস্তায় গাছের গুড়ি ফেলে তারা অবরোধ কর্মসূচি পালন করছে।
দিনাজপুর
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে: ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে সকাল ৮টায় দিনাজপুর শহরের কলেজ মোড়ের কাছে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এসময় হরতালের সমর্থনে এবং রায় বাতিলের দাবিতে শ্লোগান দেন তারা। কিছু সময় অবস্থানের পর সটকে পড়েন হরতাল আহবানকারীরা। অন্যদিকে শহরের মালদহপট্রি সাধনার মোড়েও রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে তারা। অধিকাংশ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
খুলনা
খুলনায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা রাস্তার উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালায় এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। নগরীর রূপসা সেতুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ৭টায় নগরীর বসুপাড়া ও লাল হাসপাতাল এলাকায় জামায়াত শিবিরকর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আলাদা দু’টি মিছিল করে।
কুষ্টিয়া
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। হরতালের সমর্থনে শিবির কর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া নামক স্থানে সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং গাছের গুড়ি ফেলে ও টায়াররে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সিলেট
হরতালের দ্বিতীয় দিনের শুরুতে সিলেটে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকালে নগরীর পশ্চিম সুবিদ বাজার এলাকায় পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে শিবিরকর্মীরা। এসময় দুই পুলিশ সদস্য আহত হন, হেলমেট খোয়া যায় কয়েকজনের। হরতালের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সকাল সাড়ে ৬টার দিকে পশ্চিম সুবিদ বাজার এলাকায় ঝটিকা মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। তাদের বাধা দিতে পুলিশের একটি টহল দল মিছিলের দিকে এগিয়ে গেলে শিবিরকর্মীরা পুলিশকে ধাওয়া করে এবং পুলিশবাহী হিউম্যান হলারটিতে ভাংচুর চালায়।
গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান: হরতাল চলাকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি বাসে আগুন দিয়েছে হরতালকারীরা। সকাল পৌনে আট টায় ১০-১২ জন পিকেটার অতর্কিত হামলা করে ভিআইপি ২৭ পরিবহনের ওই বাসটি ভাঙচুর করে এবং বাসটিতে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভায়। আগুনে বাসের সিট ও সামনের অংশ পুড়ে গেছে। এছাড়া জেলার অন্যত্র কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  এদিকে গত রাতে ভোগড়ায় বাস পোড়ানোর অভিযোগে ১১ জনের নামোল্লেখ করে ৩৫ জন জামায়াত শিবির কর্মীর নামের জয়দেবপুর থানায় মামলা করেছে পুলিশ। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল
মো.কামাল হোসেন,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পাথাইলকান্দি বাজারে টাঙ্গাইল জেলা ছাত্র শিবির সভাপতি আব্দুল¬াহ আল মামুনের নেতৃত্বে লাঠি মিছিল করে দুই শতাধিক জামায়াত-শিবির কর্মীরা। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ২ ঘন্টা সড়ক অবরোধ করে তত্ত্বাবধায়ক সরকার পূনর্বহাল ও দলীয় সর্বস্তরের নেতা-কর্মীদের মুক্তির দাবীতে নানা ধরনের শ্লে¬াগান দিতে থাকেন তারা। এসময় পুলিশ নিরুপায় হয়ে অনেক নিরব দর্শকের ভূমিকা পালন করে। পরে ভূঞাপুর,কালিহাতী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে জামায়াত-শিবির কর্মীদের ছত্র ভঙ্গ করে দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।
ঢাকায় হরতাল চিত্র: হরতালের সমর্থনে সকালে কাজলা মসজিদের সামনে থেকে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিল থেকে শিবির কর্মীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তা আটকে একটি স্টাফ বাস ভাঙচুর করে। খবর পেয়ে পাশে দায়িত্বরত পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনির আখড়া এলাকায় সকাল সাড়ে ৬টায় শনি মন্দির সংলগ্ন পলাশপুর গলিতে হরতাল সমর্থকরা মিছিলের প্রস্তুতি নেয়ার সময় একজনকে আটক করে পুলিশ। খিলখেতে সকালে মিছিল করেছেন শিবির কর্মীরা। এছাড়া শাহজাদপুর, আজিমপুরেও জামায়াত-শিবির মিছিল করেছে। ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আারও সহিংসতা: বগুড়া, বরিশাল, রাজশাহী, খুলনা, সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং বাগেরহাট, কুমিল্লা, নওঁগা, নীলফামারী, নোয়খালী, নাটোর ও শেরপুরেও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব এলকায় জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে। বিভিন্নস্থানে তারা গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটিয়েছে।

No comments

Powered by Blogger.