সংগ্রামে অটল মালালা

‘সবাই স্কুলে যেতে পারবে’ এমন একটি পৃথিবী গড়ার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে নিজের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। নেদারল্যান্ডের হেগে দ্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০১৩ গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় সে নিজের এই লক্ষ্যের কথা জানায় বলে জানিয়েছে।
দ্য ডন। মালালার হাতে এই পুরস্কার তুলে দেন ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইয়েমেনের সাংবাদিক ও সমাজকর্মী তাওয়াক্কাল কারমান। কারমান বলেন, ‘তুমি (মালালা) আমার নায়ক। তুমি চিৎকার করে বলেছো : কেউ আমাকে থামাতে পারবে না অথবা কোনো মেয়েকে শিক্ষা গ্রহণ থেকে থামানো যাবে না।

No comments

Powered by Blogger.