প্রাকৃতিক দুর্যোগ

প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ প্রতিবছরই বিরাট ক্ষয়ক্ষতির শিকার হয়। কিন্তু তার পরও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সম্প্রতি বাংলাদেশে আঘাত হানল মহাসেন নামের ঘূর্ণিঝড়। মহাসেনের আঘাতে উপকূলীয় এলাকায় প্রাণহানি কম হলেও কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া গবাদিপশুর প্রাণহানি ও ফসলের ক্ষয়ক্ষতি ব্যাপক আকারে হয়েছে। উপকূলের নিকটবর্তী এলাকার মানুষ এখন তাদের সহায়সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজেদের সাধ্যমতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মহাসেনে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আর্থিক সাহায্য এবং ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ব্যাপকভাবে ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত পর্যায়ে নামিয়ে আনার জন্য লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গণমাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ-সংক্রান্ত সাম্প্রতিক তথ্য নিয়মিত সম্প্রচার করতে হবে। সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় এবং দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখনই জরুরি।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।

No comments

Powered by Blogger.