মহার্ঘভাতা

বেসরকারি শিক্ষকসমাজ নিরলসভাবে গুণগত ও মানসম্মত শিক্ষার ব্যাপারে নিবেদিতপ্রাণ। অথচ সেই শিক্ষকদের জন্য নেই কোনো উন্নত ভাতার ব্যবস্থা। যা আছে, তা যৎসামান্য। অন্যান্য দেশে বেতন স্কেলের একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা থাকে। কিন্তু এ দেশের বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে তা ব্যতিক্রম। মূল্যবৃদ্ধির কারণে অনেক পণ্যদ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। শিক্ষকেরা যে বেতন-ভাতা পান, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। মাসের অর্ধেকও চলে না। ২০১৩-১৪ সালের বাজেটে বেসরকারি শিক্ষকদের মহার্ঘ ভাতা বেতন স্কেলের ৫০ শতাংশ বৃদ্ধি ও অন্যান্য ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
বাসুদেব বসু
রাজপাট, মুকসুদপুর, গোপালগঞ্জ।

No comments

Powered by Blogger.