নিয়োগ পরীক্ষা

বর্তমানে চাকরির তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষায় হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শুধু বিপিএসসি কর্তৃক গৃহীত বিসিএস ও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ব্যতীত অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোর ৯৯ শতাংশই ঢাকা শহরে অনুষ্ঠিত হয়, যা চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক। ঢাকা শহরে যেকোনো পরীক্ষায় অংশ নিতে হলে একজন প্রার্থীকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, দীর্ঘ সময় ব্যয় করে ঢাকায় পৌঁছাতে হয়। বর্তমান পরিস্থিতিতে যথাসময়ে গন্তব্যে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। এতে  ঢাকা শহরে অবস্থানকারী পরীক্ষার্থীরাও নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে পৌঁছাতে পারেন না। ঢাকা শহরে পরীক্ষা দিতে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না থাকায় পরীক্ষার্থীরা ফরম পূরণ করার পরও পরীক্ষায় অংশ নিতে পারেন না। এখানে আসা-যাওয়া, পরীক্ষাকালীন অবস্থান করা—এসবের পেছনে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যা একজন বেকারের পক্ষে জোগাড় করা খুবই কঠিন।
এমন পরিস্থিতিতে সব নিয়োগ পরীক্ষা ঢাকায় গ্রহণ করা একটি অমানবিক সিদ্ধান্ত। যদি নিয়োগ পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি বিভাগীয় শহরে গ্রহণ করা হয়, তবে হাজার হাজার পরীক্ষার্থী অহেতুক বিড়ম্বনা থেকে রক্ষা পাবেন।
তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, নিয়োগ পরীক্ষাগুলো বিকেন্দ্রীকরণে ব্যবস্থা নিন।
মোসা. রহিমা রওনাক
বহরমপুর, রাজশাহী।

No comments

Powered by Blogger.