কবিতা- নক্ষত্রের আলো by আখতারুল ইসলাম

ভূতপেতœী কোথায় গেলোতোমরা কী তার খবর জানো?
রাতের বেলা পথের বাঁকে
থাকে কোন দত্যি দানো?

জিন পরিদের দেশটা কেমন
দেখতে রঙিন স্বপ্ন মনে,
প্রেতাত্মারা হারিয়ে গেল
কোন সে দূরে গহীন বনে।

ঝোপ ঝাড়ে সব ডাইনিগুলো
গাপুস গুপুস খায়নি কিছু,
পাতালপুরের রাক্ষসেরা
ছুটছিল কার পিছু পিছু?

রূপকথারই গল্প এসব
কার লাগে না এমন ভালো
রূপকথারা শুনছি এখন
শত-নক্ষত্রেরই আলো।



খুকু ও সূর্য মামা
শওকত নূর

রোজ সকালে সূর্য মামার
মুখটা দেখি লাল
সোনা রোদের ঝিলিক এসে
রাঙায় খুকুর গাল।

রোজ দুপুরে সূর্য মামার
হয় যে ভীষণ রাগ
আগুন রোদে খুকুর মুখে
বসে কঠিন দাগ।

রোজ বিকেলে সূর্য মামা
হাসে মধুর হাসি
খুকু বলে এই হাসি টা
খুব যে ভালো বাসি।





সকাল বেলায়
আমির খসরু সেলিম

সকাল বেলা সূর্যমামা
দিচ্ছিল যে উঁকি,
নরম আলোয় ঐ উঠানে
খেলছে ছোট খুকি।

সাতসকালে খুঁজতে খাবার
ছুটছে ভোরের পাখি,
হাজার সুরে কিচিরমিচির
করছে ডাকাডাকি।

পাখির ডাকে অবাক হয়ে
ভুলছে খুকি খেলা,
সূর্য তখন তপ্ত হয়ে
বাড়িয়ে চলে বেলা।




শীত লেগেছে
পৃথ্বিশ চক্রবর্ত্তী

শীত লেগেছে থর থর
ঝরছে শিশির ঝর ঝর।
শীত লেগেছে সূর্যে
চলে গেছে দূর যে।

শীত লেগেছে চন্দ্রে
খারাপ তারার মনরে।
শীত লেগেছে পড়তে
শীত নিদে ব্যাঙ গর্তে।

শীত লেগেছে শৈরে
যাচ্ছে বুড়ি মইরে।
শীত লেগেছে পত্রে
কাঁদছে বনের পথরে।

No comments

Powered by Blogger.