বেনজির হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন অভিযুক্ত

পাকিস্তানের একটি সন্ত্রাস দমন আদালত গতকাল শনিবার সেদেশের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তা ও পাঁচ তালেবান জঙ্গিকে অভিযুক্ত করেছেন।
সরকারি কৌঁসুলি চৌধুরী আজহার বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই পুলিশ কর্মকর্তাসহ সাত আসামিকে অভিযুক্ত করা হয়েছে। দুই পুলিশ কর্মকর্তা হলেন: সউদ আজিজ ও খুররম শাহজাদ। সউদ আজিজ বেনজির হত্যাকাণ্ডের সময় রাওয়ালপিন্ডি পুলিশের প্রধান ছিলেন।
অভিযুক্ত পাঁচ তালেবান জঙ্গি হলেন: শের জামান, হাসনাইন গুল, রাফাকাত হুসেন, আবদুল রশিদ ও আইতজাজ শাহ।
বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে ভাষণ শেষে গাড়িতে ওঠার পর গুলি ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

No comments

Powered by Blogger.