এল ক্লাসিকোর ফাটল নেই!

মেসি-মাচেরানো বনাম ডি মারিয়া-হিগুয়েইন! জাতীয় দলে তাঁরা সতীর্থ বটে, কিন্তু একই সঙ্গে এই চারজন একে অন্যের প্রতিপক্ষও। লিওনেল মেসি ও হাভিয়ের মাচেরানো খেলেন বার্সেলোনায়, অ্যাঙ্গেল ডি মারিয়া আর গঞ্জালো হিগুয়েইন রিয়াল মাদ্রিদে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ ক্লাবের সম্পর্কটা কদর্য পর্যায়ে চলে গেছে। সাম্প্রতিক সময়ের ‘এল ক্লাসিকো’গুলোয় দুই দলের মধ্যে হাতাহাতি হয়েছে বেশ। স্বাভাবিকভাবেই দুই দলের খেলোয়াড়দের সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। স্পেন তো খুবই উদ্বিগ্ন, জাতীয় দলের হয়ে খেলার সময় ক্লাবের এই ‘শত্রুতা’ কোনো প্রভাব ফেলে কি না। এই দুশ্চিন্তা আর্জেন্টিনারও হওয়ার কথা।
ডি মারিয়া অবশ্য আশ্বস্ত করছেন, ক্লাবের হিসাব তাঁরা ক্লাবে ফেলে আসেন, ‘আমাদের মধ্যে লিখিত একটা চুক্তি আছে, জাতীয় দলে খেলার সময় আমরা রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা নিয়ে কোনো কথা বলব না।’ এ কারণেই মেসির অধিনায়কত্বেও কোনো সমস্যা দেখছেন না রিয়ালের এই উইঙ্গার, ‘লিওনেলকে অধিনায়ক বানানোটা খুবই ভালো একটা কাজ হয়েছে। যেভাবে ও খেলে, এটা ওর প্রাপ্যই ছিল।’
কিন্তু মেসি যখন বার্সার জার্সি পরেন, তখনো কি এই সমীহটা থাকে মনের মধ্যে? এবার প্রশ্নটাকে এড়িয়েই গেলেন ডি মারিয়া, ‘আগেও বলেছি, ক্লাব নয়, আমি এখন জাতীয় দলের প্রসঙ্গ নিয়েই কথা বলতে চাই।’
এল ক্লাসিকোর সাম্প্রতিক কদর্য রূপটা নিয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক খোলাখুলিই বেশ কিছু মন্তব্য করেছেন। তবে দিন দুয়েক আগে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচে পুরো স্পেন এককাট্টা হয়ে লড়েছে। এমনকি চিলির সঙ্গে হাতাহাতি শুরু হলে সেখানেও ছিল এই ‘ঐক্য’।

No comments

Powered by Blogger.