বিরোধী দলের নেতা নির্বাচিত হলেন আপিসিত

থাইল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া দেশটির পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন। গত জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দল থাই পুয়ে পার্টির কাছে পরাজিত হয়।
পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে ইংলাককে অনুমোদনের এক দিন পর বিরোধী দলের নেতা নির্বাচিত হলেন আপিসিত। ডেমোক্রেটিক পার্টির বর্ষিয়ান নেতা মারুট বুন্নাগ বলেন, ‘ওই পদের জন্য আপিসিতই ছিলেন সবচেয়ে উপযুক্ত নেতা।’ বিদায়ী এই প্রধানমন্ত্রী ৯৬ শতাংশ ভোট পেয়ে বিরোধী দলের নেতা নির্বাচিত হন।
২০০৮ সালের ডিসেম্বরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন আপিসিত। গত ৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি ১৫৯ আসন পেয়ে পুয়ে থাই পার্টির কাছে পরাজিত হয়। পুয়ে থাই পার্টি জিতে ২৬৫টি আসনে। পরে দলীয় প্রধানের পদ ছেড়ে দেন তিনি।

No comments

Powered by Blogger.