চীনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মুইফা

ঘূর্ণিঝড় মুইফার ধেয়ে আসার খবরে চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশ থেকে দুই লাখেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতেই মুইফা আঘাত হানার কথা।
ঘূর্ণিঝড় মুইফা আঘাত হানার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এদিকে মুইফার আঘাত হানার আশঙ্কায় গত শুক্রবার থেকে ওই এলাকায় তেল উত্তোলন, সমুদ্র ও স্থলবন্দরের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।
মুইফা জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়াতে গত শুক্রবার রাতে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টি চীনের ঝেজিয়াং ও জিয়াশু প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে।
ঝেজিয়াংয়ের সরকারি কর্মকর্তা বলেন, তাঁরা উপকূলবর্তী নিচু এলাকা থেকে দুই লাখ ছয় হাজার ৬৬৪ জনকে সরিয়ে নিয়েছেন।

No comments

Powered by Blogger.