পাকিস্তান আঘাত হানলে কঠোর জবাব

ভারতের ওপর পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল পি ভি নায়েক। প্রতিবেশী পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযোজনের খবর প্রকাশিত হওয়ার পর গতকাল মঙ্গলবার তিনি এ হুঁশিয়ারি দেন।
পি ভি নায়েক বলেন, পাকিস্তানের গৃহীত নতুন পরিকল্পনায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র অথবা অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের ব্যাপারে চিন্তিত নয় ভারত। আইএএফ প্রধান আরও বলেন, তাঁর দেশ কখনোই আগে থেকে পারমাণবিক হামলা করবে না। তবে ভারতে এ ধরনের হামলা চালানো হলে পাল্টা জবাব হবে ‘খুবই কঠোর’।
সম্প্রতি প্রকাশিত এক খবরে বলা হয়, পাকিস্তান তাদের অস্ত্রভাণ্ডারে স্বল্পপাল্লার ২৪টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযোজনের পরিকল্পনা নিয়েছে, যা ভারতের সব বড় শহরে আঘাত হানতে সক্ষম। মূলত ভারতের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়তেই পাকিস্তান এ পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
পাকিস্তান সম্প্রতি একটি ছোট পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এটি ৬০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

No comments

Powered by Blogger.