বুথ-ফেরত সমীক্ষা প্রত্যাখ্যান বামফ্রন্টের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভারতের বিভিন্ন সংবাদ চ্যানেল বুথ-ফেরত সমীক্ষা প্রচার করে। এসব সমীক্ষায় বলা হয়, বিপুলসংখ্যক ভোটে জিততে চলেছে কংগ্রেস-তৃণমূল জোট। কিন্তু এসব সমীক্ষা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন বামফ্রন্ট।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, বুথ-ফেরত সমীক্ষার নামে মিথ্যাচার করা হচ্ছে। অষ্টম বামফ্রন্ট সরকার হচ্ছেই। তিনি বলেন, কয়েকটি সংবাদমাধ্যমের তথাকথিত বুথ-ফেরত সমীক্ষাকে অসার প্রমাণিত করে ১৩ মে শুক্রবার অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার রায় ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষ। বিমান বসু আরও বলেন, বুথ-ফেরত সমীক্ষার নামে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস চালানো হয়েছে। মানুষ এর জবাব দেবে। অতীতেও বুথ-ফেরত অনেক সমীক্ষা অসার প্রমাণিত হয়েছে।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া শেষ হওয়ার পর মঙ্গলবার রাতে এনডিটিভি, সিএনএন-আইবিএন-উইক-সিএসডিস, আজতক, স্টার নিউজ-নিয়েলসন, ইন্ডিয়া টিভি, সি-ভোটার, স্টার আনন্দ-এসি নিয়েলসন, মহুয়া টিভি, নিউজ টাইম, জিনিউজ এবং হেডলাইনস টুডে-ওআরজি তাদের বুথ-ফেরত সমীক্ষায় জানায়, এবার পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে বিপুল ভোটে হারতে চলেছে বামফ্রন্ট।
আনন্দবাজার পত্রিকা-এসি নিয়েলসন তাদের বুথ-ফেরত সমীক্ষায় আরও ইঙ্গিত দিয়েছে, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ ১৫ মন্ত্রী এবার হারতে চলেছেন। তাঁরা হলেন: নিরুপম সেন, সূর্যকান্ত মিশ্র, অসীম দাসগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়, কিরণময় নন্দ, সুভাষ নস্কর, আনিসুর রহমান, রঞ্জিত কুণ্ডু, সুদর্শন রায় চৌধুরী, দেবেশ দাস, অনাদি সাহু, আবদুস সাত্তার, শ্রীকুমার মুখোপাধ্যায় ও বিশ্বনাথ চৌধুরী।
আর জিততে চলেছেন আটজন মন্ত্রী। তাঁরা হলেন: অশোক ভট্টাচার্য, গৌতম দেব, আবদুর রেজ্জাক মোল্লা, রেখা গোস্বামী, নরেন দে, প্রতীম চট্টোপাধ্যায়, সুশান্ত ঘোষ ও সৌমেন্দ্রনাথ বেরা।

সমীক্ষা সংস্থা কংগ্রেস-তৃণমূল বামফ্রন্ট
স্টার আনন্দ-এসি ২২৫ ৬০
নিয়েলসন
এনডিটিভি ২২৩ ৬০
সিএনএন-আইবিএন- ২২২-২৩৪ ৬০-৭২
উইক
আজতক ২১০-২২০ ৬৫-৭০
স্টার নিউজ-নিয়েলসন ২২১ ৬২
ইন্ডিয়া টিভি ২২৭ ৫৮
সি-ভোটার ২২৭-২৩৫ ৪৮-৫৬
মহুয়া টিভি ১৮৭ ১০০
নিউজ টাইম ১৬৮ ১২২
জি নিউজ ১৩৮ ১৫০

No comments

Powered by Blogger.