পাকিস্তানের সীমান্ত নিশ্ছিদ্র করতে বলেছে চীন

পাকিস্তানের মাটিতে এখনো সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ায় চীনা নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা পাকিস্তানকে ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত-বেড়া নিশ্ছিদ্র করার আহ্বান জানিয়েছেন। দ্য নিউজ ডেইলি গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির চীন সফরকালে এ আহ্বান জানানো হয়। গিলানির চার দিনের সফর গত শুক্রবার শেষ হয়। পত্রিকাটি বলেছে, পাকিস্তানের নিরাপত্তা, অখণ্ডতা ও সংহতির প্রতি দৃঢ় সমর্থন জানানোর পাশাপাশি চীনা নেতারা পাকিস্তানকে তার সীমান্ত সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.