ওমান উপকূলে অপহূত চার মার্কিনকে হত্যা করেছে জলদস্যুরা

ওমানের উপকূল থেকে অপহূত চার মার্কিন নাগরিককে হত্যা করেছে সোমালির জলদস্যুরা। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এ কথা জানান।
গত শুক্রবার ওই চার মার্কিন নাগরিকসহ একটি ইয়ট ছিনতাই করে জলদস্যুরা।
এক বিবৃতিতে প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান, ওই চার নাগরিকের সন্ধানে মার্কিন সেনারা অভিযান চালানোর সময় তারা গুলির শব্দ পায়। শব্দ পেয়ে সেনা সদস্যরা জলদস্যুদের নৌযানে পৌঁছার পর তিন মার্কিনিকে মৃত দেখতে পান। ম্যাকে নামের একজন তখনো জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা-সহায়তা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এ সময় দু পক্ষের মধ্যে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ছিনতাই হওয়া এস/ভি কোয়েস্ট নামের ৫৮ ফুট লম্বা ওই ইয়টটির মালিক জিন ও স্কট অ্যাডাম দম্পতি। ইয়টটিতে ফিলিস ম্যাকে এবং জিন অ্যাডাম নামের আরও দুই মার্কিন নাগরিক অবস্থান করছিলেন।

No comments

Powered by Blogger.