তালেবানের সঙ্গে সরাসরি বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন আফগানিস্তানের জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তাদের সঙ্গে গোপনে সরাসরি বৈঠক শুরু করেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্কার সাময়িকীর একটি প্রতিবেদনে এ কথা বলা হয়।
ওই প্রতিবেদনে এ বৈঠককে ওবামা প্রশাসনের একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ‘বৈঠকের উদ্দেশ্য তালেবানের নেতৃত্ব নিরূপণ করা। যদি নেতৃত্ব থাকে, তাহলে আফগান শান্তির জন্য তারা কোন শর্তে আনুষ্ঠানিক আলোচনা করতে চায়, তা নির্ধারণ করা।’
পুলিৎজার পুরস্কার পাওয়া সাংবাদিক স্টিভ কোল জানান, কয়েকটি সূত্র তাঁকে ওই বৈঠক সম্পর্কে জানিয়েছে। তবে সূত্রের পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, একমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই আফগানযুদ্ধের অবসান সম্ভব।

No comments

Powered by Blogger.