পুয়ের্তোরিকোর ৭০ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

মাদক পাচারে সহযোগিতার অভিযোগে পুয়ের্তোরিকোর ৭০ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
মার্কিন বিচার মন্ত্রণালয় জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ১২০ জনের বেশি কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ৬০ জন পুলিশ বিভাগের সদস্য, ১৬ জন মহানগর পুলিশের কর্মকর্তা, ১২ জন কারা কর্মকর্তা, তিনজন ন্যাশনাল গার্ডের সেনাসদস্য, দুজন মার্কিন সেনা কর্মকর্তা ও ৩০ জন বেসামরিক নাগরিক।
আটক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মাদক পাচারকারীদের সশস্ত্র নিরাপত্তা দেওয়ার অভিযোগ আছে।
মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুয়ের্তোরিকোয় কাজ করছে এফবিআইয়ের প্রায় সাড়ে সাত শ এজেন্ট।

No comments

Powered by Blogger.