নরসিংদীতে অগ্রণী ব্যাংকের সাড়ে ১০ লাখ টাকা খোয়া, চারজন কারাগারে

অগ্রণী ব্যাংক নরসিংদীর পলাশ বাজার শাখা থেকে ১০ লাখ ৫২ হাজার টাকা খোয়া গেছে। গতকাল সোমবার সকালে অর্থ গায়েবের বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ এ ঘটনায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপকসহ চারজনকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
অগ্রণী ব্যাংক নরসিংদী আঞ্চলিক অফিসের সহকারী ব্যবস্থাপক নাজমুল হক জানান, গত রোববার ব্যাংকের দারোয়ান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে ওই দিন রাতে ব্যাংকের পাহারায় কেউ ছিল না। গতকাল সকালে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ ব্যাংকের ভল্টরুম খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে দেখেন, ভল্টে থাকা ১০ লাখ ৫২ হাজার ৬৩ টাকা ৬৭ পয়সা খোয়া গেছে। এ ঘটনায় সহকারী ব্যবস্থাপক নাজমুল হক বাদী হয়ে গতকালই পলাশ থানায় মামলা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান অর্থ খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংক কর্তৃপক্ষের মামলা দায়েরের পর পুলিশ ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালাউদ্দিন, কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, উচ্চমান সহকারী কামরুল ইসলাম ও দারোয়ান হাতেম আলীকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজ সকালে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।

No comments

Powered by Blogger.