দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ফেটে তিনজন নিহত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৬৬ বছর পরও একটি বোমার বিস্ফোরণে বুধবার জার্মানিতে তিনজন নিহত হয়েছেন। উত্তর জার্মানের গোটিংগেনে বোমাটি নিষ্ক্রিয় করার সময় এ ঘটনা ঘটেছে।
শহরের মেলা প্রাঙ্গণের মাঠ সুটজেন প্লাজ এলাকায় বোমাটি শনাক্ত করার পর এলাকার প্রায় সাড়ে সাত হাজার বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়।
এরপর বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। এতে তিনজন বোমা বিশেষজ্ঞ নিহত হয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার ঘটনা জার্মানিতে প্রতিনিয়িত ঘটলেও হতাহতের ঘটনা প্রায় নেই বললেই চলে। গোটিংগেন শহরে আজকের এই ঘটনার এক সপ্তাহ আগেও এ এলাকায় একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল।
নিহতদের স্মরণে আজ গোটিংগেন শহরে শোকসভার আয়োজন করা হয়। নিদারসাক্সেন প্রদেশের মুখ্যমন্ত্রীসহ শহরের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.