সংবিধানের খসড়া পাস করেছে কেনিয়ার পার্লামেন্ট

কেনিয়ার পার্লামেন্টে গত বৃহস্পতিবার রাতে সর্বসম্মতভাবে দেশটির নতুন সংবিধানের খসড়া পাস হয়েছে। এখন এটি জনরায়ের জন্য গণভোটে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই খসড়া আইনে পরিণত হলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিয়ামি কিবাকি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে তিনি সংবিধানের খসড়াকে সমর্থন করছেন। খসড়া পাসের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে।
বিরোধী নেতা প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গাও খসড়াকে সমর্থন করেছেন। এর আগে ২০০৫ সালে সংবিধানের একটি খসড়া গণভোটে দেওয়া হয়েছিল। তবে ওই খসড়ার বিপক্ষে শতকরা ৫৭ ভাগ ভোট পড়েছিল। বিশ্লেষকেরা বলছেন, সংবিধানের খসড়াটি চূড়ান্তভাবে গৃহীত হলে দেশটিতে রাজনৈতিক সহিংসতা এড়ানো সম্ভব হবে।
২০০৭ সালের ডিসেম্বরের নির্বাচনের পর প্রেসিডেন্ট মিয়ামিকে বিজয়ী ঘোষণা করা হলে দেশটিতে ব্যাপক সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। পরে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তির মাধ্যমে বিরোধী নেতা ওডিঙ্গাকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments

Powered by Blogger.