বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পুনর্নির্বাচিত

ইভো মোরালেস দ্বিতীয় মেয়াদে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত রোববার বেশ কয়েকটি বুথ-ফেরত সমীক্ষায় দেখা গেছে, প্রেসিডেন্ট ইভো মোরালেস (৫০) ৬২ থেকে ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর ম্যানফ্রেড রেয়েস ভিলা মাত্র ২৩ থেকে ২৪ শতাংশ ভোট পেয়েছেন।
ইভো মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। ২০০৬ সালে তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আজ মঙ্গলবার ভোটের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি দেশটিতে পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেসের ১৫৭টি আসনের মধ্যে মোরালেসের মুভমেন্ট টুওয়ার্ডস সোশ্যালিজম পার্টি কয়টি আসন পেয়েছে, তা পরিষ্কার নয়।
লাপাজ থেকে বিবিসির সংবাদদাতা জানান, বুথ-ফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিরোধীদের কাছ থেকে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ নিতে চলেছে প্রেসিডেন্টের দল।

No comments

Powered by Blogger.