অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে তীব্র পানিসংকট

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের লোকজন তীব্র পানিসংকটে ভুগছে। জরুরি চাহিদা মোকাবিলায় সেখানকার মানুষের কাছে সড়কপথে জরুরি পানির সরবরাহ পৌঁছে দেওয়া হচ্ছে।
গ্রীষ্মের শুরুতেই কুইন্সল্যান্ডের জলাধারগুলো প্রায় শুকিয়ে যায়। এতে উদ্বেগ আরও বেড়ে গেছে। সেখানকার অধিবাসীরা পানির ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতির জন্য চরমভাবাপন্ন আবহাওয়াকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা।
কুইন্সল্যান্ডের সবচেয়ে বড় শহর টুওম্বার জলাধারে পানি মজুদের স্তর শতকরা ৮ দশমিক ৫ ভাগে নেমে এসেছে। কুইন্সল্যান্ডের খরাকবলিত অন্যান্য এলাকার মানুষ পানির ট্যাংকারের মাধ্যমে সরবরাহ করা পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
চাহিদা মোকাবিলায় বিশ্বের অন্যতম বড় ভূগর্ভস্থ হ্রদ গ্রেট আর্টেসিয়ান বেসিনে জরুরি কূপ খনন করা হয়েছে। কেন্দ্রীয় কুইন্সল্যান্ডের ডালবি শহরের বাসিন্দারা বলছেন, তাঁদের শহরে মাত্র আট ঘণ্টা ব্যবহারের মতো পানি মজুদ রয়েছে।

No comments

Powered by Blogger.