ওয়াটারবোর্ডিং পদ্ধতিতে নির্যাতন চালিয়েছিল ব্রিটিশ সেনারা -পত্রিকার প্রতিবেদন

রিটিশ সেনারা গত শতকের সত্তরের দশকে উত্তর আয়ারল্যান্ডের কারাবন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতনমূলক ‘ওয়াটারবোর্ডিং’ পদ্ধতি ব্যবহার করত বলে তথ্য প্রমাণ বেরিয়ে এসেছে। গতকাল ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এ খবর জানায়। ওয়াটারবোর্ডিং পদ্ধতিতে বন্দীর মুখ তোয়ালে দিয়ে ঢেকে নাক-মুখ দিয়ে পানি প্রবেশ করানো হয় এবং এর মাধ্যমে বন্দীর মনে পানিতে ডুবে মরার আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়।
পত্রিকাটি জানিয়েছে, তথ্য আদায়ের জন্য এমন পদ্ধতি ব্যবহার করেছে ব্রিটিশ সেনারা। ১৯৭৩ সালে একজন ব্রিটিশ সেনাকে হত্যার ঘটনায় অভিযুক্ত লিয়াম হোল্ডসেন নামের এক বন্দীর ওপর এই পদ্ধতিতে নির্যাতন চালানো হয়। ওই মামলার শুনানি চলার সময় আসামি আদালতকে জানিয়েছিলেন, তিনি এ ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন, কারণ তাঁকে নির্যাতন করা হয়েছিল।

No comments

Powered by Blogger.