শহীদের স্মৃতি সংরক্ষণ

১৯৭১ সালে আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে অর্জন করেছি স্বাধীনতা। লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ঝাড়ুয়ার বিল পদ্মপুকুর পাড়ে পাকিস্তানি বাহিনী প্রায় ৭০০ নারী-পুরুষকে হত্যা করে। স্বাধীনতার পর থেকে ঝাড়ুয়ার বিল পদ্মপুকুর পাড়ে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় লোকজন। কিন্তু স্বাধীনতার এত বছর পরও এখানে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি।
সম্প্রতি ঝাড়ুয়ার বিল পদ্মপুকুরের মাটি কিছু প্রভাবশালী মহল ইটভাটায় নিয়ে যাচ্ছে। এ মাটিতেই শহীদদের হাড়-মাংস মিশে আছে। তাই পদ্মপুকুরের এ মাটি আমাদের রক্ষা করা উচিত।
সরকারের কাছে অনুরোধ, একটি স্মৃতিসৌধ নির্মাণ করে ঝাড়ুয়ার বিল পদ্মপুকুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হোক।
মো. সোহেল রানা
বদরগঞ্জ, রংপুর।

No comments

Powered by Blogger.