আর্জেন্টিনা-জার্মানিও ঝরে পড়ল

ব্রাজিলের পর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় নিল আর্জেন্টিনাও। পরশু দ্বিতীয় রাউন্ডে তারা ২-৩ গোলে হেরেছে দক্ষিণ আমেরিকার প্রতিবেশী কলম্বিয়ার কাছে। এই পরাজয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো আর্জেন্টিনা। অথচ ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারাই।
তিন মিনিটে আর্জেন্টিনাকে দুই গোল করে কান্নায় ভাসিয়েছে কলম্বিয়া। অথচ গঞ্জালেজ পিরেজ ও সার্জিও আরাওজোর গোলে ৫৭ মিনিটের মধ্যেই ২-০-তে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ মুহূর্তে তিন মিনিটের মধ্যে কলম্বিয়ার জা ব্লাঙ্কো ও হেক্টর কুইননসের দুটি গোল শেষ করে দেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম শিরোপার স্বপ্ন। ৬৩ মিনিটে কলম্বিয়ার প্রথম গোলটি করেছেন জেইসন মুরিল্লো।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা স্বাদ এখনো পাওয়া হয়নি আরেক ফুটবল পরাশক্তি জার্মানিরও। এবারও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে ৪-৩ ব্যবধানে হেরে। দিনের অন্য দুটি ম্যাচে তুরস্ক ২-০ গোলে সংযুক্ত আরব আমিরাতকে এবং ইতালি ২-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে উঠে গেছে শেষ আটে।

No comments

Powered by Blogger.