বাংলালিংকের করপোরেট গ্রাহক হলো ডাকসার বাংলাদেশ

ডাকসার বাংলাদেশ সম্প্রতি ‘বাংলালিংক বিজনেস’ প্যাকেজের করপোরেট গ্রাহক হয়েছে। এ ব্যাপারে বাংলালিংক ও ডাকসার বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী ডাকসার বাংলাদেশ তাদের গ্রাহকদের প্রয়োজনীয় বাণিজ্যিক যোগাযোগ সুবিধা দেবে।
এই চুক্তির আওতায় অন্যতম নেতৃস্থানীয় লজিস্টিক কোম্পানি ডাকসার বাংলাদেশ ‘বাংলালিংক বিজনেস’ প্যাকেজের বিশেষ ট্যারিফ সুবিধা ও মূল্য সংযোজিত সেবা উপভোগ করবে।
এই চুক্তির স্বাক্ষরের ফলে কোম্পানির যোগাযোগ ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
ডাকসার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাকাত হোসাইন ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাকসার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেটিল জানিক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) নিপুল চান্দিওয়ালা, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম সরকার, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক ওয়েজ হোসাইন মাহমুদ উপস্থিত ছিলেন।
অন্যদিকে বাংলালিংকের করপোরেট সেলসের তোফাজ্জল হোসাইন, জাতীয় বিক্রয় ব্যবস্থাপক নাসার ইউসুফ, কি-অ্যাকাউন্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন খান এবং করপোরেট সেলস্ অফিসার মো. দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.