সিটিগ্রুপ সুইফটের বিষয়ে কর্মশালার আয়োজন

সিটিব্যাংক, এনএ বাংলাদেশ সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের ব্যবসায়রত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর বিভিন্ন শাখা কর্মকর্তা, বৈদেশিক মুদ্রা বিভাগ এবং ঋণপত্র ও অন্যান্য বিভাগের কর্মকর্তাদের জন্য সুইফটের (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) ওপর এক কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটির উদ্দেশ্য ছিল সুইফটের বিভিন্ন দিক ও ব্যবহার সম্পর্কে ব্যাংকারদের সম্যক ধারণা দেওয়া হয়।
খুলনা, বরিশাল, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা থেকে আসা অংশগ্রহণকারীরা খুলনায় অনুষ্ঠিত এ কর্মশালায় যোগ দেন।
এ ধরনের কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে সিটিগ্রুপ গ্রাহকদের জ্ঞানের পরিধি বাড়ানো এবং পেমেন্ট সেটেলমেন্ট ও ঋণপত্র ইস্যু করা সংক্রান্ত দৈনন্দিন জিজ্ঞাসার উত্তর দেওয়ার মাধ্যমে আরও উন্নত সেবা দিতে পারবে বলে আশা করে।
কর্মশালায় বলা হয়, এসব কর্মসূচির মাধ্যমে বাজার, জনপদ এবং ব্যাংকিং খাতের উন্নয়নে বাংলাদেশের একটি সামাজিক দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে সিটিব্যাংক, এনএ সক্রিয় ভূমিকা পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

No comments

Powered by Blogger.