মুম্বাইয়ে বোমা হামলায় অভিযুক্ত তিনজনের দণ্ডাদেশ স্থগিত

ভারতের একটি আদালত মুম্বাইয়ে বোমা হামলায় অভিযুক্ত তিনজনের দণ্ডাদেশ গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন। ২০০৩ সালে গেটওয়ে অব ইন্ডিয়া মনুমেন্ট এবং জাভেরি বাজারের জুয়েলারি কোয়ার্টারে ওই বোমা হামলায় ৫২ জন নিহত হয়। সরকারি আইনজীবীরা অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড দাবি করেছেন। খবর এএফপির।
সন্ত্রাসবিরোধী বিশেষ আদালতের বিচারক এম আর পুরানিক অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বিচারের রায় স্থগিত ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন হানিফ সাইয়িদ, তাঁর স্ত্রী ফাহমিদা ও সহযোগী আসরাত আনসারি।
গত সপ্তাহে তিনজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন আদালত। তাঁদের বিরুদ্ধে বোমা হামলা করে ৫২ জনকে হত্যা ও বেশ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে।
আদালতে বলা হয়, ২০০২ সালে গুজরাটে মুসলিমবিরোধী দাঙ্গার প্রতিশোধ নিতেই অভিযুক্ত তিনজন ওই বোমা হামলা চালান। তাঁদের ‘গুজরাট মুসলিম রিভেঞ্জ ফোর্স’-এর সদস্য বলে দাবি করা হয়। সরকারি আইনজীবী উজ্জ্বল নিকাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা পাকিস্তানভিত্তিক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য।

No comments

Powered by Blogger.