পুলিত্জার বিজয়ী লেখক ফ্রাংক ম্যাককোর্টের জীবনাবসান

সাহিত্যে গৌরবজনক পুলিত্জার পুরস্কার বিজয়ী আইরিশ-মার্কিন লেখক ফ্রাংক ম্যাককোর্ট (৭৮) আর নেই। গত রোববার নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি মেনিনজাইটিস ও দীর্ঘদিন ধরে ত্বকের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর প্রকাশক স্ক্রাইবনারের এক নির্বাহীর উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য দিয়েছে। খবর বিসিসির।
ম্যাককোর্টের জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ছোটবেলায় তিনি মা-বাবার সঙ্গে আয়ারল্যান্ডে চলে যান। আয়ারল্যান্ডের লিমেরিক শহরের বস্তিজীবনে তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতিকে উপজীব্য করেই লেখেন অ্যাঞ্জেলা’স অ্যাশেজ। বইটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে। এ বইয়ের জন্যই ১৯৯৭ সালে পুলিত্জার পুরস্কার লাভ করেন তিনি। সারা বিশ্বে বইটির লাখ লাখ কপি বিক্রি হয়। এই বইটির জন্যতিনি ন্যাশনালবুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড এবংআরও বেশ কয়েকটি সম্মাননা পান।

No comments

Powered by Blogger.