মানবসদৃশ আন্তঃক্রিয়ামূলক এআই নিয়ন্ত্রণে খসড়া নীতিমালা চীনের

প্রকাশ ২৮ ডিসেম্বর ২০২৫ঃ চীনের সাইবার নিয়ন্ত্রক সংস্থা গত শনিবার জনমতের জন্য প্রকাশিত এক খসড়া নীতিমালা প্রকাশ করেছে। এর লক্ষ্য এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা তদারকি আরও কড়া করা যেগুলো মানবচরিত্র অনুকরণ করে এবং ব্যবহারকারীদের সঙ্গে আবেগঘন যোগাযোগে জড়িত হয়। এই পদক্ষেপটি ভোক্তামুখী এআই-এর দ্রুত বিস্তারকে নীতিগত কাঠামোর মধ্যে আনার বেইজিংয়ের প্রচেষ্টাকে নতুন করে তুলে ধরে। সেখানে নিরাপত্তা ও নৈতিক মানদণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রস্তাবিত নীতিমালাটি চীনের সাধারণ জনগণের জন্য উন্মুক্ত সব এআই পণ্য ও সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এগুলোতে মানবব্যক্তিত্বের অনুকরণ, চিন্তাধারা ও যোগাযোগের ধরন প্রতিফলিত হয় এবং টেক্সট, ছবি, অডিও, ভিডিও বা অন্য যেকোনো মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে আবেগপূর্ণ মিথস্ক্রিয়া গড়ে ওঠে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, সেবা প্রদানকারীদের ব্যবহারকারীদের অতিরিক্ত বা অতিমাত্রায় ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে হবে এবং কোনো ব্যবহারকারীর মধ্যে আসক্তির লক্ষণ দেখা গেলে উপযুক্ত হস্তক্ষেপ করতে হবে।

প্রস্তাব অনুযায়ী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সম্পূর্ণ জীবনচক্রজুড়ে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে এবং অ্যালগরিদম পর্যালোচনা, তথ্য-নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার ব্যবস্থা গড়ে তুলতে হবে। খসড়াটি সম্ভাব্য মানসিক ঝুঁকির দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছে। এতে বলা হয়েছে- প্রদানকারীদের ব্যবহারকারীর অবস্থা শনাক্ত করতে হবে, তাদের আবেগ ও সেবার ওপর নির্ভরতার মাত্রা মূল্যায়ন করতে হবে। যদি দেখা যায় কোনো ব্যবহারকারী অতিমাত্রার আবেগপ্রবণ অবস্থায় রয়েছে বা আসক্ত আচরণ প্রদর্শন করছে, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হস্তক্ষেপ করতে হবে।
একই সঙ্গে প্রস্তাবিত ব্যবস্থা কিছু বিষয়বস্তু ও আচরণগত ‘লাল রেখা’ নির্ধারণ করেছে। যেমন, সেবাগুলো এমন কোনো কনটেন্ট তৈরি করতে পারবে না, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, গুজব ছড়ায়, অথবা সহিংসতা ও অশ্লীলতা প্রচার করে।

mzamin

No comments

Powered by Blogger.