ওয়াইসির ঘোষণা: একদিন হিজাব পরা মহিলাই ভারতের প্রধানমন্ত্রী হবেন

একদিন হিজাব পরা মহিলাই দেশের (ভারতের) প্রধানমন্ত্রী হবেন। মহারাষ্ট্রের সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটপ্রচারে গিয়ে একথা বলেন, আইএমআইএম সুপ্রিমো সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, বাবা সাহেবের সংবিধানে বলা আছে যে ভারতের যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন, এমন একটি দিন আসবে যখন একজন হিজাব পরা নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন। তার মতে, বর্তমান সরকার সংখ্যালঘুদের ঘৃণা করে। মেয়েদের হিজাব পরাতেও নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করে। কিন্তু এই হিজাব পরা মহিলাই একদিন  ভারতের প্রধানমন্ত্রী হবেন। ওয়াইসি আরও বলেন, আমরা হয়তো সেই দিনটি দেখতে আসব না, কিন্তু এমন একদিন আসবে যখন এটি সম্ভব হবে।

তার মতে, মুসলিমদের বিরুদ্ধে তোমরা যে ঘৃণা ছড়াচ্ছ, তা বেশিদিন টিকবে না। যারা ঘৃণা ছড়ায় তাদের শেষ হবে। যখন ভালোবাসা সাধারণ হয়ে উঠবে, তখন তারা বুঝতে পারবে মানুষের মন কীভাবে বিষাক্ত করা হয়েছিল।
ওয়াইসির এই মন্তব্যে শিবসেনা এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তীব্র প্রতিক্রিয়া  জানিয়েছে। ওয়াইসির মন্তব্যের পরপরই বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা  তাকে চ্যালেঞ্জ করেন যে তিনি একজন ‘পাসমান্দা’ মুসলিম বা হিজাব পরা মহিলাকে এআইএআইএম-এর সভাপতি করুন। তিনি বলেন, হিজাবওয়ালি প্রধানমন্ত্রী হবেন বলেছেন মিঞা ওয়াইসি।

তবে আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে প্রথমে একজন পাসমান্দা বা হিজাবওয়ালিকে নিজের দলের সভাপতি করুন। শিবসেনার মুখপাত্র শায়না এনসিও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আসাদুদ্দিন ওয়াইসি, প্রধানমন্ত্রী পদের জন্য কোনও শূন্যপদ নেই। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সকলের জানা। প্রথমে আপনার সংসদ সদস্যদের নির্বাচিত হতে দিন, তারপর একজন প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখুন। হ্যাঁ, এক পর্যায়ে, আমরাও একজন মহিলা প্রধানমন্ত্রী চাইব, তবে তা জাত, ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে নয়। বরং তার ভালো কাজ এবং ভারতের জনগণের জনপ্রিয় ম্যান্ডেটের ভিত্তিতে তা হবে বলে শায়না জানান।

mzamin

No comments

Powered by Blogger.