নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
কারকি বলেন, রাজনৈতিক দলগুলো ও জেন-জি প্রজন্মের একাংশ প্রতিনিয়ত সরকারকে লক্ষ্য করে সমালোচনা ও কটূক্তি করছে এবং প্রায় প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, নানা মহল থেকে আসা মৌখিক আক্রমণ সত্ত্বেও তার নেতৃত্বাধীন সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি বলেন, মনে হচ্ছে আমরা যেন এক হঠাৎ ঝড়ের মতো পরিস্থিতিতে আছি। রাজনৈতিক দলগুলো আমাদের তীব্র সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকিও দিচ্ছে। জেন-জি তরুণরাও বলছে- আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ‘ছাড়া’ বলতে তারা কী বোঝে? আমরা যদি ছেড়েও দিই, পরদিনই আবার আমাদের গালমন্দ করা হয়। তারা বলে, তোমরা সুযোগ পেয়েছিলে, এখন পালিয়ে যাচ্ছ। আমরা যেন দোলকের মতো অবস্থায় আছি। কঠোর পরিশ্রম করছি, সব কষ্ট ধৈর্যের সঙ্গে সহ্য করছি।
তরুণদের মধ্যে বাড়তে থাকা হতাশার কথাও তুলে ধরেন কারকি। তিনি বলেন, তরুণদের মধ্যে এমন কথাও শোনা যাচ্ছে- নির্বাচনের আদৌ প্রয়োজন আছে কি না। বর্তমান পরিস্থিতিতে আমরা বাইরে কোথাও গেলেও আনন্দ খুঁজে পাই না। আমাদের কথাও লিখুন। এখানে ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ রয়েছে, প্রত্যেকে ভিন্ন ভিন্ন দাবি নিয়ে হাজির হচ্ছে।
সুশীলা কারকি জোর দিয়ে বলেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে, নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় তারা এমন এক অবস্থার মধ্যে রয়েছেন, যেখানে কোথাও গেলেই স্বস্তি বা আনন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না।

No comments