ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে টিকে থাকা নিয়ে ইসরাইলের মধ্যেই উদ্বেগ

ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খোদ ইসরাইলের অভ্যন্তরেই চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিনির্ভরশীলতা এবং নিজস্ব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে শঙ্কিত দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। ইসরাইলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরাইল’-এর এক প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তির মোকাবিলায় ইসরাইল আগের চেয়ে অনেক বেশি অপ্রস্তুত। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা গত বছরের জুনে হওয়া ১২ দিনের সংঘাতের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং আধুনিক।

তেহরান গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের পূর্ণ শক্তির বহিঃপ্রকাশ না ঘটলেও ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যে পরিমাণ ইন্টারসেপ্টর (প্রতিরোধক ক্ষেপণাস্ত্র) প্রয়োজন, তার তীব্র সংকটে আছে ইসরাইল। দেশটি ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে এই ইন্টারসেপ্টর উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীরগতির।

ইসরাইলি নিরাপত্তা মহলের একটি বড় অংশ মনে করছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অধিক নির্ভরতা যুদ্ধের ময়দানে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধে এই সরবরাহ ব্যবস্থা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারসেপ্টরের স্বল্পতা পরবর্তী যুদ্ধের ধরণকে আমূল বদলে দিতে পারে। যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে ইরানের আঘাত হানার সক্ষমতা বেশি কার্যকর প্রমাণিত হওয়ার ঝুঁকি রয়েছে।

mzamin

No comments

Powered by Blogger.