ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি, তেল আবিবে নেতানিয়াহু-বিরোধী বিক্ষোভ
এতে বলা হয়, বিক্ষোভে বিরোধী দলীয় এমপি নাআমা লাজিমিসহ অনেকেই উপস্থিত ছিলেন। এক বিক্ষোভকারী আবার নেতানিয়াহুর সাজে কমলা রঙের বন্দির পোশাক পরে ব্যঙ্গাত্মকভাবে অংশ নেন। অন্যরা কলার স্তূপের পাশে ‘পার্ডন’ লেখা ব্যানার তুলে ধরেন।
আন্দোলনকারী শিকমা ব্রেসলার বলেন, নেতানিয়াহু নিজের বিচার বন্ধ করে যেতে চান, কিন্তু কোনো দায় নিতে চান না। তিনি দেশকে গভীরভাবে বিভক্ত করেছেন।
গত পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখী রয়েছেন নেতানিয়াহু। একটি মামলায় তিনি ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলিয়নিয়ারদের কাছ থেকে ব্যয়বহুল উপহার—সিগার, গয়না ও শ্যাম্পেন নেওয়ার অভিযোগ আছে। অন্য দুই মামলায় দুটি সংবাদমাধ্যম থেকে অনুকূল সংবাদ কাভারেজ আদায়ের চেষ্টা করার অভিযোগ রয়েছে।
সব অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহুর আইনজীবীরা প্রেসিডেন্টের কার্যালয়ে ১১১ পৃষ্ঠার চিঠি পাঠিয়ে বলেন, বিচার শেষ হলে তিনি সম্পূর্ণ খালাস পাবেন বলে এখনো বিশ্বাস করেন। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বিচার চালিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। তার দাবি, বিচার চলতে থাকলে দেশ আরও বিভক্ত হয়ে পড়বে।

No comments