গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের বিষয়ে ইসরাইলের পরিকল্পনা জানত যুক্তরাষ্ট্র
এতে বলা হয়, দুই সাবেক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ২০২৪ সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলোতে এই তথ্য হোয়াইট হাউসে শেয়ার করা হয় এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তা বিশ্লেষণ করে।
আন্তর্জাতিক আইনে যুদ্ধক্ষেত্রে নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তবে ইসরাইলের বিরুদ্ধে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এ ধরনের অভিযোগ আগেও একাধিকবার উঠেছে। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা তথ্যেই এমন প্রমাণের ইঙ্গিত মিলেছে।
ওই ঘটনায় যেসব ফিলিস্তিনির কথা গোয়েন্দা তথ্যে এসেছে তারা বন্দি ছিলেন নাকি সাধারণ বেসামরিক মানুষ তা নিশ্চিত করেনি হোয়াইট হাউস। রয়টার্সও নিশ্চিত হতে পারেনি, বাইডেন প্রশাসন এই তথ্য নিয়ে ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা করেছিল কি না।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আমাদের বাহিনীতে নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার বা তাদের কোনো সামরিক অভিযানে জোর করে অংশ নিতে বাধ্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর মিলিটারি পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন ফিলিস্তিনিদের সামরিক মিশনে জড়িত থাকার সন্দেহজনক ঘটনাগুলো তদন্ত করছে।

No comments