হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকের তারকা ‘দ্য রক’- পতন নাকি ঘুরে দাঁড়ানো
আর্ট ফিল্মেও ব্যর্থতা: বাণিজ্যিক ব্যর্থতার পাশাপাশি জনসন তার নতুন সিনেমা ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর মাধ্যমে একজন ‘গম্ভীর, পুরস্কার পাওয়ার যোগ্য অভিনেতা’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেন। এই সিনেমাটি এমএমএ ফাইটার মার্ক কের-এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। পরিচালনায় প্রশংসিত পরিচালক বেনি সাফডি (আনকাট জেমস খ্যাত)। এটি মূলত জনসনের জন্য ‘অস্কার-উপযুক্ত’ প্রকল্প হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু ফলাফল ছিল ভয়াবহ। ৫০ মিলিয়ন ডলারের বাজেটে তৈরি ছবিটি মার্কিন বক্স অফিসে আয় করে মাত্র ১০ মিলিয়ন ডলার। যদিও সিনেমার সমালোচনা মিশ্র ছিল। তবুও জনসনের অভিনয় প্রায় সর্বত্র প্রশংসিত হয়েছে। ‘ওপেনহাইমার’ নির্মাতা ক্রিস্টোফার নোলান নিজে বলেছেন, এটি একটি অসাধারণ অভিনয়। এই বছর কিংবা অন্য যেকোনো বছরে আপনি এর চেয়ে ভালো পারফরম্যান্স দেখবেন না। নিজের ইনস্টাগ্রাম পোস্টে জনসন আবেগঘনভাবে লিখেছেন, আমরা গল্প বলার জগতে বক্স অফিস ফলাফল নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমি বুঝেছি, আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের অভিনয়, আমাদের একাগ্রতা, আর চরিত্রে সম্পূর্ণভাবে মিশে যাওয়ার মানসিকতা। এই চরিত্রে কাজ করা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
টানা বক্স অফিস ব্যর্থতা: ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর ব্যর্থতার আগেও জনসনের কয়েকটি বড় প্রকল্প মুখ থুবড়ে পড়ে। ডিসি ইউনিভার্সের ‘ব্ল্যাক অ্যাডাম’ ছিল এক ভয়াবহ ব্যর্থতা। সমালোচক ও দর্শক উভয়ের কাছেই। সিনেমাটি লাভের মুখ দেখেনি এবং শেষ পর্যন্ত ওয়ার্নার ব্রাদার্স তাদের ডিসি ইউনিভার্স পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়, যেখানে জনসনকে বাদ দেয়া হয়। জ্যাক এফ্রনের সঙ্গে ‘বেওয়াচ’-এর রিমেকও বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। ডিজনির ‘জাঙ্গল ক্রুজ’ (২০২১) সামান্য আয় করলেও, ২০০ মিলিয়ন ডলারের বাজেট তুলতে হিমশিম খায়। ফিল্ম সমালোচক ও অনলাইন ইউটিউবাররাও তার পতন নিয়ে সরব। জনপ্রিয় চলচ্চিত্র বিশ্লেষক জন কাম্পেয়া মন্তব্য করেন, জনসনের বক্স অফিস শাসন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তার ব্যাপক জনপ্রিয়তা স্পষ্টতই হ্রাস পাচ্ছে।
ভবিষ্যৎ আশা: তবুও সব আশা শেষ হয়ে যায়নি। জনসনের হাতে এখনও আছে তার কিছু বড় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। এর মধ্যে আছে জুমানজি ৩ মুক্তি পাবে আগামী বছর। ফাস্ট এক্স: পার্ট ২ আসছে ২০২৭ সালে। জাঙ্গল ক্রুজ ২-ও নির্মাণাধীন। কারণ প্রথম সিনেমাটি ডিজনি+ স্ট্রিমিংয়ে দারুণ সফলতা পেয়েছিল। সবচেয়ে বড় বাজির সিনেমা হবে ‘মোয়ানা’-এর লাইভ অ্যাকশন সংস্করণ। এতে জনসন নিজেই অভিনয় করবেন। এনিমেটেড মোয়ানা-২ গত বছর এক বিলিয়ন ডলার আয় করে। তাই এই সংস্করণটিও বিশাল সাফল্যের আশা করা হচ্ছে।
নতুন দিগন্ত: জনসন আবারও পরিচালক বেনি সাফডির সঙ্গে কাজ করতে যাচ্ছেন, যদিও ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ব্যর্থ হয়। ডেডলাইন জানিয়েছে, তিনি সাফডির নতুন সিনেমা ‘লিজার্ড মিউজিক’-এ অভিনয় করবেন, যা অ্যামাজন এমজিএম স্টুডিওস নির্মাণ করছে। স্টুডিওর এক বিবৃতিতে বলা হয়, আমরা আবারও অত্যন্ত প্রতিভাবান ডোয়াইন জনসনের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। বেনি সাফডির মতো সৃজনশীল নির্মাতার সঙ্গে এই প্রকল্প ‘লিজার্ড মিউজিক’-এ কাজ করা আমাদের জন্য সম্মানের বিষয়। এই সিনেমাটি একই সঙ্গে কল্পনাপ্রবণ, বিনোদনমূলক এবং ব্যতিক্রমধর্মী। আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের তাদের প্রযোজনা অংশীদার হিসেবে বেছে নিয়েছেন।
সব মিলিয়ে সংক্ষেপে বলা যায়, ‘দ্য রক’ জনসনের ক্যারিয়ার এখন এক সন্ধিক্ষণে। তিনি একসময় ছিলেন হলিউডের সবচেয়ে অপ্রতিরোধ্য তারকা। কিন্তু সাম্প্রতিক ব্যর্থতা প্রমাণ করেছে, বক্স অফিসে রক-সলিড থাকা যতটা কঠিন, ততটাই ক্ষণস্থায়ী খ্যাতি। তবে তার অদম্য মনোবল এবং নতুন প্রজেক্টগুলো হয়তো আবারও প্রমাণ করবে ‘দ্য রক’ এখনও হার মানেননি।
.webp)
No comments