শর্তসাপেক্ষে জিম্মিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে দেবে হামাস

গাজায় আটক জিম্মিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে দেয়া হবে বলে জানিয়েছে হামাস। তবে এক্ষেত্রে ইসরাইলকে একাধিক শর্তপূরণ করতে হবে। উপত্যকার মানুষের ওপর নির্বিচারে তারা যে হামলা চালাচ্ছে তা  বন্ধ রাখতে হবে।

রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠনটি জানিয়েছে, তারা রেড ক্রসের সঙ্গে যৌথ সহায়তায় জিম্মিদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে রাজি, তবে ইসরাইলকে কিছু শর্ত মেনে নিতে হবে। সম্প্রতি গাজার একটি টানেলে হাড্ডিসার জিম্মির ভিডিও প্রকাশের পর পশ্চিমা নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং রেড ক্রসের হস্তক্ষেপ চেয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামাসের তরফে বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশের সকল রুট খুলে দিয়ে ইসরাইলকে তাদের হামলা বন্ধ করতে হবে। জিম্মিদের কাছে খাদ্য পৌঁছানোর সময় তেল আবিবকে এ শর্ত মানতে হবে বলে জোর দিয়েছে সংগঠনটি।

ইসরাইলের তথ্যমতে, গাজায় এখনও ৫০ জন জিম্মি আটক রয়েছেন। যাদের ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে। জিম্মিদের সঙ্গে কোনো মানবাধিকার সংস্থার যোগাযোগ বন্ধ রেখেছে হামাস। এছাড়া পরিবারগুলোও জিম্মিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানে না।

শনিবার ইভিয়াতার ডেভিড নামের এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এ নিয়ে জিম্মিদের দুটি ভিডিও প্রকাশ করলো সংগঠনটি। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে ডেভিডকে হাড্ডিসার অবস্থায় দেখা গেছে। তাকে বলতে শোনা যায় যে তিনি তার কবরে অবস্থান করছেন। সেসময় তিনি দুহাতে ক্যামেরা ধরে ছিলেন। 

mzamin

No comments

Powered by Blogger.