নিজের কবর নিজেই খুঁড়ছেন ইসরাইলি এক জিম্মি
নিজের কবর নিজেকেই খুড়তে দেখা গেলো ইসরাইলি এক জিম্মিকে। এমন একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। অনাহারক্লিষ্ট শরীর। অশক্ত শরীরে হাতে ধরা একটি বেলচা। তা দিয়ে মাটি খুঁড়ে চলেছেন ইভাতার ডেভিড (২৪) নামে ওই জিম্মি। ভিডিওতে তাঁকে বেশ রুগ্ন দেখা গেছে। তিনি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। হামাসের বানানো কোনও এক সুড়ঙ্গে তাঁকে বন্দি করে রাখা হয়েছে। বেলচা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে ডেভিড বলছেন, ‘‘আমি এখন নিজের কবর খুঁড়ছি। প্রতিদিন একটু একটু করে দুর্বল হচ্ছি। মনে হচ্ছে এবার কবরেই যেতে হবে। এটাই সেই কবর। সময় পেরিয়ে যাচ্ছে। কবে মুক্তি পাব জানি না। কবে পরিবারের সঙ্গে ঘুমোত পারব জানি না।’’ তার পরই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ডেভিডকে। ইসরাইল অবশ্য বলছে, কীভাবে বন্দিদের অনাহারে রাখা হচ্ছে, তাঁদের পরিস্থিতি কেমন— এই দৃশ্য দেখিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল নিচ্ছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোষারোপ করেছেন ডেভিড। ওই ইসরাইলি জিম্মির কথা শুনে বোঝা যাচ্ছে , এটি গত ২৭ জুলাইয়ের ভিডিও। তিনি জানান, জুলাইয়ের বেশিরভাগ দিন তিনি শুধুমাত্র ডাল খেয়ে থেকেছেন। কোনোদিন সেটুকুও জোটেনি। টানা তিনদিনও অভুক্ত থেকেছেন। এই নিয়ে দ্বিতীয় বন্দির ভিডিও প্রকাশ করল হামাস। যে ভিডিও প্রকাশ্যে আসার পর নেতানিয়াহুর বিরুদ্ধে বন্দিদের পরিবার এবং আমজনতার ক্ষোভ বাড়ছে। হামাসের হাতে এখনও ৪৯ জন বন্দি রয়েছে । ডেভিড তাদের মধ্যে একজন। ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ডেভিডের পরিবারের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। বন্দিদের যাতে সশরীরে ফিরিয়ে আনা যায়, তার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

No comments