সুদানে গৃহযুদ্ধের প্রকোপে দেশ ছেড়েছেন ৪০ লাখের বেশি মানুষ: জাতিসংঘ
ইউজিন বলেছেন, সুদানের সংঘাত যদি অব্যাহত থাকে, তাহলে আরও হাজার হাজার মানুষ পালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেছেন তিনি। আট লাখের বেশি সুদানি পার্শ্ববর্তী দেশ চাদে আশ্রয় নিয়েছেন। তবে সেখানে শরণার্থীদের জন্য পর্যাপ্ত তহবিল না থাকায় মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন তারা। প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান। এরপর থেকে দেশটির সঙ্গে সীমান্ত থাকা দেশগুলোতে পালাতে শুরু করে সেদেশের মানুষ। যা বর্তমানে চল্লিশ লাখ ছাড়িয়েছে। সুদানের সীমান্তবর্তী দেশগুলো হলো- চাদ, দক্ষিণ সুদান, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং লিবিয়া।

No comments