সুদানে গৃহযুদ্ধের প্রকোপে দেশ ছেড়েছেন ৪০ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

সুদানে গৃহযুদ্ধের প্রকোপে দেশ ছেড়েছেন ৪০ লাখের বেশি মানুষ। তারা পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক মুখপাত্র ইউজিন বায়ুন। বলেছেন, দেশটিতে তহবিলের ঘাটতি থাকায় বেঁচে থাকা মানুষের আশ্রয়কেন্দ্রের অভাবও চরম পর্যায়ে পৌঁছেছে। ইউজিনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুদানের গৃহযুদ্ধ এখন তৃতীয় বছর পার করছে। দেশটিতে চল্লিশ লাখের বেশি মানুষের বাস্তুচ্যুতির ঘটনা এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকটের একটি। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আরও হাজার হাজার মানুষ দেশত্যাগে বাধ্য হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

ইউজিন বলেছেন, সুদানের সংঘাত যদি অব্যাহত থাকে, তাহলে আরও হাজার হাজার মানুষ পালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেছেন তিনি। আট লাখের বেশি সুদানি পার্শ্ববর্তী দেশ চাদে আশ্রয় নিয়েছেন। তবে সেখানে শরণার্থীদের জন্য পর্যাপ্ত তহবিল না থাকায় মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন তারা।  প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান। এরপর থেকে দেশটির সঙ্গে সীমান্ত থাকা দেশগুলোতে পালাতে শুরু করে সেদেশের মানুষ। যা বর্তমানে চল্লিশ লাখ ছাড়িয়েছে। সুদানের সীমান্তবর্তী দেশগুলো হলো- চাদ, দক্ষিণ সুদান, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং লিবিয়া।

mzamin

No comments

Powered by Blogger.