গ্রেটা থুনবার্গ হলেন কম বয়সী রাগী তরুণী: ট্রাম্প

গ্রেটা থুনবার্গকে অদ্ভুত, কম বয়সী ও রাগী বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এছাড়া ম্যাডলিন জাহাজে করে গাজায় ত্রাণ পৌঁছানোর গ্রেটার প্রচেষ্টারও নিন্দা করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি একজন অদ্ভুত মানুষ। তিনি একজন কম বয়সী রাগী তরুণী। এক্সে এক ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে আমি জানিনা তিনি আসলেই রাগান্বিত কিনা, বিশ্বাস করা কঠিন। যেখানে দেখা যায়, ইসরাইলি বাহিনীর হাতে আটকের পর সুইডেন সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন থুনবার্গ। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ইসরাইলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। তবে তার এমন অভিযোগ প্রত্যাখান করেছে তেল আবিব। এদিকে ট্রাম্প বলেছেন,  আমার মনে হয় গ্রেটার রাগ নিয়ন্ত্রণের ক্লাস করা উচিত। এটিই তার জন্য আমার প্রাথমিক পরামর্শ। উল্লেখ্য, ১১ জন সহকর্মীকে নিয়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশে রওনা দেন গ্রেটা থুনবার্গ। তবে সোমবার ইসরাইলি বাহিনী তাদেরকে আটক করে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার ৪০ মিনিটের ফোনালাপ করেছেন ডনাল্ড ট্রাম্প। সেখানে ইসরাইল অন্য যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে আলোচনা করেছেন তিনি। তবে ওই ফোনালাপে থুনবার্গের বিষয়ে আলাপ করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলাসা করেননি ট্রাম্প। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের তিরস্কার করেন থুনবার্গ। ওই ভিডিও ভাইরাল হলে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। তার ওই ভাষণটি ট্রাম্পকে উদ্দেশ্য করে দেয়া হয় বলে জানা যায়। এদিকে এক পর্যায়ে থুনবার্গকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, তাকে দেখে একজন হাসিখুশি মেয়ে মনে হয়। তার সামনে উজ্জ্বল ভবিষ্যত। 

ফ্রান্সগামী বিমানে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ

অবশেষে ফ্রান্সগামী ফ্লাইটে ইসরাইল ছাড়লেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গ্রেটা ও তার সহকর্মীদেরকে আটক করে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী জঁ নোয়েল বাহো জানিয়েছেন, সোমবার গ্রেটার কমপক্ষে পাঁচজন সহকর্মী স্বেচ্ছা প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানিয়েছেন। তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। তিনি আরও বলেছেন, গত রাতে আমাদের কনসাল ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ছয় ফরাসি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে একজন সেচ্ছায় ফিরে আসতে রাজি হয়েছেন। বাকি পাঁচজনকে প্রত্যাবর্তন করা হবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। সোমবার ইসরাইল যে ফরাসি নাগরিকদের আটক করে তাদের মধ্যে একজন হলেন রিমা হাসান। তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য। সোমবার ইউরোপীয় পার্লামেন্টের একজন মুখপাত্র ডেলফাইন কোলার্ড বলেছেন, বিগত কয়েক দিন ও কয়েক ঘণ্টা যাবৎ রিমা হাসানের নিরাপত্তা নিশ্চিতে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট।

এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা নির্বাসন সংক্রান্ত নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবে তাদেরকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সামনে হাজির করা হবে এবং তাদের প্রত্যাবর্তন অনুমোদন করা হবে। ম্যাডিলিন হলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নামের সংগঠন গাজায় ইসরাইলের অবরোধ ভাঙ্গা ও গাজাবাসীর জন্য ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ম্যাডলিন জাহাজ পাঠায়। এফএফসির তরফে বলা হয়েছে, ইসরাইল বেআইনিভাবে ম্যাডিলিনে আক্রমণ করেছে। এদিকে অধিকারকর্মীদের আটকের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতিতে বলা হয়, মধ্যরাতে ম্যাডলিনকে আটকানো এবং অবরুদ্ধ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এছাড়া জাহাজে থাকা ব্যক্তিদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। 

mzamin

No comments

Powered by Blogger.