তাপদাহে সকলকে সতর্ক থাকতে হবে by তামান্না মোমিন খান
মানুষ তৃষ্ণা মেটানোর জন্য রাস্তা থেকেই শরবত, আখের রস ও বিভিন্ন জাতীয় পানীয় কিনে খায় যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। এ থেকে আমাশয়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ দেখা দেয়। পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে। এজন্য পানি ভালোভাবে টগবগ করে ফুটিয়ে ঠাণ্ডা করে খেতে হবে। শরবতটাও ফুটানো পানি দিয়েই তৈরি করতে হবে। যারা বাইরে থাকবেন তারা যত্রতত্র শরবত বা পানি পান করা থেকে বিরত থাকবেন। ডাব বা রসালো ফল খেতে পারেন। গরমে শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে। যেহেতু ঈদের ছুটি শেষে স্কুল খুলে যাচ্ছে তাই শিশুদের প্রতি সতর্ক থাকতে হবে। তারা যেন স্কুলে গিয়ে আম মাখা, আচার, চাটনি বা ঝাল মুড়ি- এধরনের খাবার না খায়। কারণ শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। যারা বয়স্ক তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। ডায়রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে ওর স্যালাইন খাওয়া শুরু করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে শরীরে পানি শূন্যতা যেন না হয়। পানি শূন্যতা দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। সুতরাং পিতামাতাকে কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরই মধ্যে ডেঙ্গুতে একজন মারা গিয়েছে। ডেঙ্গুর বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে যেন ডেঙ্গু মশা জন্মাতে না পারে সেজন্য চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশারি টানিয়ে ঘুমাতে হবে। ডেঙ্গু হলে প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করতে হবে।

No comments