এক হাজার ফিলিস্তিনিকে অস্থায়ীভাবে আশ্রয় দেবে ইন্দোনেশিয়া

গাজার এক হাজার ফিলিস্তিনিকে অস্থায়ীভাবে আশ্রয় দেয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিয়েছে দেশটি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। মধ্যপ্রাচ্য ও তুরস্কে কূটনৈতিক সফরের ঠিক আগে এমন তথ্য দেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবায়ো সুবিয়ান্তো। তিনি বলেন, এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রাবায়ো বলেন, আমরা আহত, আঘাতপ্রাপ্ত ও এতিম ফিলিস্তিনিদের সেখান থেকে সরিয়ে নিতে প্রস্তুত। পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত তাদেরকে ইন্দোনেশিয়াতে অস্থায়ীভাবে আশ্রয় দেয়া হবে। আরও বলেন, এ পরিকল্পনায় অনেক চ্যালেঞ্জ আছে। তবে এমন উদ্যোগ ফিলিস্তিনিদের স্বাধীনতাকে সমর্থন করা ও সংঘাতের মানবিক ক্ষতি মোকাবিলায় ইন্দোনেশিয়ার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির বিষয়টি প্রতিফলিত করে। উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সোচ্চার সমর্থক হিসেবে কাজ করে এসেছে। ইন্দোনেশিয়া সরকার ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদান করেছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য জোর দিয়ে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের জোর করে উৎখাতের মন্তব্যের বিরোধিতাও করেছে দেশটি। ফিলিস্তিনি ও তাদের স্বাধীনতার প্রতি ইন্দোনেশিয়ার সমর্থনের প্রতিশ্রুতি আমাদের সরকারকে আরও সক্রিয়ভাবে কাজ করতে প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেন প্রাবায়ো। উল্লেখ্য, প্রাবায়ো তার কূটনৈতিক সফরের অংশ হিসেবে তুরস্ক, মিশর ও কাতার সফর করবেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুরোধে গাজায় শান্তিরক্ষী বাহিনী প্রেরণে ইন্দোনেশিয়ার আগ্রহ প্রকাশ করেন।

mzamin

No comments

Powered by Blogger.