'ভারতে স্বাধীনতার ৮০ বছর হতে চললো, এখনও পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করা যায়নি'
আসলে সুপ্রিম কোর্টে বিহারের চৌকিদার পদ সংক্রান্ত বিতর্কের একটি মামলার শুনানি ছিল। বিহারের নিয়ম ছিল সে রাজ্যের চৌকিদার পদটি বংশানুক্রমিকভাবে চালু থাকবে। অর্থাৎ যে ব্যক্তি চৌকিদার পদে চাকরি করছেন, তার অবর্তমানে তারই পরিবারের কেউ চাকরি পাবেন। কিন্তু, সেই প্রথাকে পাটনা হাই কোর্ট বাতিল করে দেয়। পাটনা হাই কোর্ট জানিয়ে দেয়, এই প্রথার কোনও সাংবিধনিক বৈধতা নেই। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি দায়ের হয়েছিল। হাইকোর্ট কি স্বতঃপ্রণোদিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে বংশানুক্রমিক চৌকিদান নিয়োগের নিয়মকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে? সুপ্রিম কোর্টের বিবেচনার জন্য এই প্রশ্ন ওঠে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ পাটনা হাইকোর্টের রায় বহাল রাখে। আদালতের বক্তব্য, স্বাধীনতা প্রাপ্তির পর প্রায় ৮০ বছরের কাছাকাছি পৌঁছে গেলেও আমরা যারা সরকারি চাকরি করতে চাই , তাদের জন্য পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করা যায়নি।
সূত্র : livelaw

No comments