ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলি: লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা এখন তুঙ্গে। উভয় দেশই পাল্টাপাল্টি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে কাশ্মীর সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এনিয়ে টানা তিনরাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এ বিষয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে একতরফা দোষ দিলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসলামাবদ। এনডিটিভি বলছে, পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। সংবাদমাধ্যমটির দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনা পোস্টগুলো তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা
ভারতীয়দের প্রতিবাদ বিক্ষোভের একদিন পরেই লন্ডনে পাকিস্তান হাই কমিশনে হামলা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, একদিন আগে হাই কমিশন ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেন কয়েক শত ভারতীয়। সেখান থেকে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরের দিনই হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এতে হাইকমিশনের বেশ ক্ষতি হয়েছে। ভেঙে দেয়া হয়েছে জানালার কাচ। ভবনটির সাদা দেয়ালে এবং ফলকে ছুড়ে মারা হয়েছে গেরুয়া রঙ। তবে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

No comments