আল আকসা চত্বরে হাজারো ইহুদি প্রার্থনাকারী
উল্লেখ্য, ১২ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত পালিত হয় পাসওভার উৎসব। কমপক্ষে তিন হাজার বছর আগে এ সময়ে মিশর থেকে ইসরাইলিদের দলে দলে বিতাড়ন শুরু করা হয়। বৃহস্পতিবার আল আকসা মসজিদ চত্বরে ‘তালমুদিক’ রীতি পালন করেন উগ্র ডানপস্থি রিলিজিয়াস জিওনিজম পার্টির এমপি জভি সুকোট। ‘তালমুদিক’ রীতে প্রার্থনাকারীরা মাথা নত করে মাটির সঙ্গে মিশায়।
অন্যদিকে পশ্চিম দেয়ালে ‘প্রিস্টস ব্লেসিং’ পালন করেন হাজারো ইহুদি প্রার্থনাকারী। উল্লেখ্য, আল আকসা মসজিদের পশ্চিম পাশের দেয়ালের বাইরে ওই ওয়াল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা রিপোর্ট করেছে যে, আল আকসাকে একটি সামরিক জোনে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। এ জন্য সেখানে তারা কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা নিয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশ প্রতিরোধ করা হয়েছে। ওদিকে মঙ্গলবার দখলীকৃত পশ্চিম তীরের দক্ষিণে হেব্রনে ইব্রাহিম মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর ফলে সেখানে ফিলিস্তিনিদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

No comments