মারুফ ইবনে মাহবুবের আকাশের উল্টোপাশে: জীবনকে ভিন্নভাবে আলোকপাত by মো. পলাশ সরকার
এই বইটি লেখকের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার একটি সমাহার। ভিন্ন কিছু ভাবা শিরোনামে ৫৩টি নতুন চিন্তা তিনি হাজির করেছেন এবং দুই বা এক শব্দে উপশিরোনাম দিয়েছেন, এতে চিন্তাগুলোর একটি মূল বিষয়বস্তু ফুটে উঠেছে।
প্রতিটি অভিজ্ঞতার নিচে দেয়া তারিখ দেখে বোঝা যায়, এই ঘটনাগুলো ভিন্ন সময়ের। বোঝা যায়, এই ঘটনাগুলো তাকে নাড়া দিয়েছিল ভীষণভাবে, তারপর যেটি তিনি সঞ্চার করেছেন তা হলো আত্মোপলব্ধি।
নিজেকে তিনি বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বারংবার এবং জীবনের মূল লক্ষ্য ও দর্শন, আইনকানুন, প্রথা, সৃষ্টিকর্তার আদেশ ইত্যাদির মাধ্যমে তিনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেছেন, যে তিনি নিজে আসল পথে হাঁটছেন তো?
তার জীবনের এসব অভিজ্ঞতা তাকে একবার ভেঙেছে এবং সেখান থেকে নতুন বোধোদয় সম্পন্ন আমরা আরেকজন মানুষ বের হয়ে আসতে দেখি। আমরা যেভাবে এই সমাজ দেখি, বা যেভাবে আমাদের দেখতে শেখানো হয়, সেটি আসলে একটি ভ্রম কিংবা দৃষ্টিনন্দন নকল মোড়কে মোড়া কিছু একটা।
জীবনকে পাঠ করার ভিন্ন শিক্ষা এই ভ্রম ভাঙতে সাহায্য করে।
মারুফ ইবনে মাহবুব মুখোশ খুলে পেছনের মানুষকে দেখিয়েছেন। অতি সাধারণ মানুষ তিনি, কিন্তু জগতকে দেখা ও বোঝার অন্তর্দৃষ্টি তাকে সাধারণের মধ্যে অসাধারণ করেছে।
এই অন্তর্দৃষ্টি তিনি দিনের পর দিন মানুষকে পরম মমতা, স্নেহ ও নিস্বার্থ ভালোবাসার মধ্যদিয়ে দেখে রপ্ত করেছেন। পাশাপাশি তিনি প্রতিনিয়ত মজলুম, নিপীড়িত, শোষিত, দরিদ্র, অসহায় মানুষের স্থান থেকে নিজের ওপর আলোকপাত করেছেন। যার মাধ্যমে দৈনন্দিন জীবনের কিছু সাধারণ মানুষ, যাদের অস্তিত্ব আমরা অনেকেই বুঝেও বুঝি না সেসব মানুষও উঠে এসেছে জীবনের উল্টোপাশে।
অসহায় মানুষ এবং আমরা, নাম, চেয়ার প্রীতি, পড়াশুনার চাপ, জানাজার ভাবনা, শোধ-প্রভৃতি উপশিরোনামের লেখাগুলো কিছু সময়ের জন্য পাঠককে বিমূঢ় করে দেবে।
তার বদল উপশিরোনামের লেখাটার প্রসঙ্গ নিয়েই কথা বলা যাক। এখানে লেখক জীবনের প্রতি মুহূর্তের পরিবর্তন বা একটি নির্দিষ্ট বলয় থেকে আরেকটি বলয়ে যাওয়ার কথা বলেছেন, চিন্তার বদল, জীবনদর্শন, পেশা, দেশ, অভ্যাস, রুচি, বন্ধু বদলের কথা বলেছেন। এসব বড্ড আপেক্ষিক। লেখক লিখেছেন,
মাঝে মাঝে দীর্ঘশ্বাস নিয়ে চিন্তা করি, জীবনের শেষ পর্যায়ে কোন দর্শন কোন চেতনা ধারণ করে বিদায় নেবো? কোন মানুষকে পাশে রেখে বিদায় নেবো? কোন কাজকে সঙ্গে করে বিদায় নেবো? আজ যেটাকে ধ্রুব সত্য বলে ভাবছি কাল সেটা যে জীবনের সবচেয়ে বড় মিথ্যা হবে না তা জোর দিয়ে কি বলা যায়? আজ যাকে সবচেয়ে আপন ভাবছি কাল সেই সবচেয়ে পর হয়ে যাবে না তা কি বলা যায় জোর দিয়ে? কিংবা উল্টোটা?
আকাশের উল্টোপাশে বইটির প্রকাশনী সংস্থা সাহিত্য কুটির। ১২৭ পৃষ্ঠার বইটির মূল্য ৩৫০ টাকা।

No comments