ঈদের দিনেও গাজায় হামলা, নিহত কমপক্ষে ৬৪
পবিত্র ঈদুল ফিতরের দিনেও গাজায় ভয়াবহ হামলা করেছে ইসরাইল। এতে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। তার মধ্যে বেশির ভাগই শিশু। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার করেছে আটজন স্বাস্থ্যকর্মীর মৃতদেহ, ৫ জন বেসামরিক প্রতিরক্ষাকর্মী এবং জাতিসংঘের একজন কর্মীর মৃতদেহ। এক সপ্তাহ আগে গাজার দক্ষিণে রাফা সীমান্তের কাছে ইসরাইলি হামলার শিকার হয় তাতে বহনকারী গাড়ি। এই হত্যার কড়া নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা বলেছে, ২০১৭ সালের পর বিশ্বের একটি একক ঘটনায় এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষতি।

No comments